ফরিদপুর-১: ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 22, 2025 - 19:46
 0  3
ফরিদপুর-১: ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ফরিদপুরের বোয়ালমারী ও মধুখালী উপজেলায় বিএনপির ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও ধানের শীষের প্রার্থী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলামের সুপারিশ এবং সংশ্লিষ্ট নেতাদের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করে জেলা বিএনপি।

গত ২১ ডিসেম্বর ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ঈছা ও সদস্য সচিব এ. কে. এম. কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২১ ডিসেম্বর থেকেই এই আদেশ কার্যকর বলে গণ্য হবে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেক (নান্নু), নওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুবকর ছিদ্দিক, জাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আজাদ খান, রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কাজী সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. আরিফুল ইসলাম এবং রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর সরদার।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের ঐক্য সুদৃঢ় করতে এবং তৃণমূল নেতাকর্মীদের দাবির মুখে এই নেতাদের দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow