ফরিদপুরে দেলোয়ার হুসাইনকে সভাপতি করে মহানগর জামায়াতের যুব বিভাগের কমিটি ঘোষণা
ফরিদপুর মহানগর জামায়াতে ইসলামী যুব বিভাগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) ফরিদপুর পৌরসভা জামায়াতের তত্ত্বাবধানে এবং যুব বিভাগের সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দেলোয়ার হুসাইন। সহ-সভাপতি হয়েছেন হাফিজুর রহমান শুভ এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন জাকির হোসেন।
দেলোয়ার হুসাইন পূর্বে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সরকারি ইয়াছিন কলেজ ও রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি, ফরিদপুর শহর শাখার অফিস সম্পাদক এবং মহানগর যুব বিভাগের অফিস ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সহ-সভাপতি হাফিজুর রহমান ছাত্রশিবিরের ইয়াছিন কলেজ, রাজেন্দ্র কলেজ এবং গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ছিলেন। সেক্রেটারি জাকির হোসেন ছাত্রশিবির রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি হিসেবে দায়িত্বপালন করেন।
ঘোষিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সাংগঠনিক সেক্রেটারি ইউসুফ আলী, অফিস সম্পাদক আবু হানিফ শেখ, অর্থ সম্পাদক আবুল খায়ের লিটন, যুব উন্নয়ন ও প্রশিক্ষণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাফরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রমজান আলী এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর আমীর ড. এহসানুল মাহবুব রুবেল। তিনি বলেন, “বিশ্ব পরিবর্তনের ধারায় যুব সমাজ আজ গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। রাষ্ট্র গঠনে নৈতিক ও প্রশিক্ষণভিত্তিক প্রস্তুতি অপরিহার্য।”
বিশেষ অতিথি এড. রেজাউল হোসাইন শামীম আগামী জাতীয় নির্বাচনে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন এবং নির্বাচনী বিশৃঙ্খলা মোকাবিলায় ঐক্যবদ্ধ ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অন্যদিকে, মিজানুর রহমান লিটন যুব সমাজকে শক্তিশালী করে গড়ে তুলতে পরিকল্পিত কার্যক্রম ও পারস্পরিক সৌহার্দ্যের গুরুত্ব উল্লেখ করেন।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে ফরিদপুর মহানগর জামায়াতের যুব বিভাগ নতুন কর্মপরিকল্পনা ও উদ্দীপনায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে।
What's Your Reaction?
জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ