নকল ক্লিনার ও হ্যান্ডওয়াশ তৈরী করায় কারখানা মালিককে জরিমানা

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Dec 23, 2025 - 12:52
 0  3
নকল ক্লিনার ও হ্যান্ডওয়াশ তৈরী করায় কারখানা মালিককে জরিমানা

লাইসেন্স বিহীন বিএসটিআইয়ের লোগো ব্যবহার ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল টয়লেট ক্লিনার, টাইলস ক্লিনার ও হ্যান্ডওয়াশ তৈরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি কারখানার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ মোড় এলাকার বিজয় কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানায় অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

জানাযায়, ওই এলাকার একটি বাড়িতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর এলাকার হান্নান বেপারীর ছেলে আরাফাত হোসেন বিজয় (১৯) নামের এক ব্যক্তি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল টয়লেট ক্লিনার, হ্যান্ডওয়াশ ও টাইলস ক্লিনার উৎপাদন করে আসছিলেন। খবর পেয়ে সোমবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে বিভিন্ন কেমিক্যালের বোতল, জার, প্যাকেট পাওয়া গেলেও সেখানে এ সংক্রান্ত কারিগরি ডিগ্রী সম্পন্ন কোনো কর্মীকে পাওয়া যায়নি। এছাড়াও টয়লেট ক্লিনার, টাইলস ক্লিনার এবং হ্যান্ডওয়াশ বাজারজাতকরণের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিক বিজয়কে জরিমানা করা হয়।

এ বিষয়ে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের লোগো ও ভুয়া বারকোড ব্যবহার করে নকল পণ্য উৎপাদন করে বাজারজাত করার কারণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ অনুসারে বিজয় কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সদরপুর উপজেলায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow