উপদেষ্টা পরিষদে রদবদলের ইঙ্গিত, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন

অনলাইন ডেস্কঃ
Dec 23, 2025 - 13:17
 0  2
উপদেষ্টা পরিষদে রদবদলের ইঙ্গিত, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন
ছবি : ফোকাস বাংলা

অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ পর্যায়ে এসে উপদেষ্টা পরিষদে রদবদলের উদ্যোগ নিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই প্রক্রিয়ায় একজন উপদেষ্টার দায়িত্ব কমিয়ে নতুন করে একজনকে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, দু-এক দিনের মধ্যেই নতুন উপদেষ্টা শপথ নিতে পারেন। বর্তমান সরকারে থাকা একজনকেই নতুন দায়িত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একজন উপদেষ্টার কাছ থেকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রত্যাহার করার সম্ভাবনাও রয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার পর তাঁর পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন গুঞ্জন গত দুই দিন ধরে শোনা গেলেও রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর বৈঠকে অংশ নেন তিনি। এ ছাড়া সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। পদত্যাগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পদত্যাগ করলে এখানে বসতাম না।’

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় শরিফ ওসমান বিন হাদির মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর ওই দিন রাতে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সঙ্গে ছায়ানট ও উচীদীর কার্যালয়ে ভাঙচুরসহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও নাশকতার ঘটনা ঘটে।

হাদি হত্যার প্রতিবাদে ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জানাজা শেষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, প্রধান উপদেষ্টার উপস্থিতিতে, খুনিদের গ্রেপ্তারে সরকারের কার্যকর পদক্ষেপ জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

এ ছাড়া হাদি হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। পরে তাঁকে সরিয়ে ১৭ আগস্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে ওই দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা।

উপদেষ্টা পরিষদের সম্ভাব্য রদবদলকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে এখন নানা আলোচনা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow