রাজশাহীতে নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশুটিকে উদ্ধার করা যাচ্ছে না
রাজশাহীর তানেলে গভীর নলকূপের খননকৃত গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশুটি এখনো উদ্ধার হয়নি। শিশুটির সঙ্গে শেষবার যোগাযোগ পাওয়া গেছে গতকাল বিকেল সাড়ে চারটায়। এরপর ২৪ ঘণ্টার বেশি সময় পার হলেও তার কোনো আওয়াজ পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তানেলের ফায়ার সার্ভিসের মেহেদী হাসান জানিয়েছেন, শিশুটির স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিশ্চিত করতে গর্তে যে ভেন্টিলেশন পাইপটি বসানো হয়েছিল, তা বৃহস্পতিবার সকাল থেকে সরিয়ে ফেলা হয়েছে।
তিনি জানান, গতকাল সারারাত এবং বৃহস্পতিবার সকালে ভেন্টিলেশন পাইপ চালু ছিল, কিন্তু সকাল থেকে তা বন্ধ করা হয়েছে। একই সঙ্গে গর্তের ভেতরে খননকাজও স্থগিত রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, শিশুটিকে দ্রুত নিরাপদে উদ্ধার করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ