রাজশাহীতে চলছে বিভাগীয় বৃক্ষমেলা

রাজশাহীতে শুরু হয়েছে ২০ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলা। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শনিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসক শামীম আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাক, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নরেশ চাকমা এবং বগুড়া অঞ্চলের সামাজিক বন সংরক্ষক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ। তিনি বলেন, “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্য ধারণ করে বৃক্ষরোপণের সুফল ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ মেলার উদ্দেশ্য।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে বৃক্ষের অবদান অপরিসীম। তিনি ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণে সবার প্রতি আহ্বান জানিয়ে অন্তত তিনটি করে গাছ লাগানোর পরামর্শ দেন।
সভাপতি তাঁর বক্তব্যে বিলুপ্তপ্রায় দেশি ফলের গাছ রোপণ ও নার্সারি মালিকদের দেশি ফলের চারা উৎপাদনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
মেলায় সামাজিক বন বিভাগ ও ব্যক্তিমালিকানাধীন নার্সারিসহ মোট ৬২টি স্টল অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপকারভোগী ও ভূমিমালিক সংস্থার মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়। পরে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও প্রায় আট শতাধিক কৃষক-কিষাণী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






