বাগমারায় ডিবির অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী জেলার বাগমারায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৮ মে) রাত ১১টা ৪০ মিনিটে বাগমারা থানাধীন নামকান গ্রামে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন মণ্ডল (২৫)। তিনি নামকান গ্রামের মো. আইনুল মণ্ডলের ছেলে।
ঘটনার সূত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. মাহবুব আলম ও তার নেতৃত্বাধীন ফোর্স ঝিকড়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আনোয়ার হোসেন তার বসতবাড়ির প্রধান ফটকের সামনে গাঁজা বিক্রির জন্য অপেক্ষা করছে।
গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের টিম রাত ১১টা ৪০ মিনিটে অভিযান শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আনোয়ার দৌড়ে পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা তাকে আটক করে। তল্লাশি চালিয়ে তার হাতে থাকা একটি চটের বস্তার ভেতর থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই মাহবুব আলম বলেন, "আটক আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাগমারা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।"
উল্লেখ্য, রাজশাহীর বাগমারা এলাকা মাদক ব্যবসার জন্য কুখ্যাত বলে পুলিশের সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
What's Your Reaction?






