বেরোবিতে কর্মচারীদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
May 19, 2025 - 21:05
 0  2
বেরোবিতে কর্মচারীদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ‘পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৯ মে) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানের সকল স্তরের সদস্যদের নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। ডিজিট্যাল এটেনডেন্স সিস্টেম ও ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনার চেষ্টা চলছে।”

কর্মশালায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম বলেন, “গুণগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশও উপকৃত হবে। উত্তরাঞ্চলের উন্নয়নে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইতিবাচক ভূমিকা পালন করতে সক্ষম।”

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এ. কে. এম আমজাদ হোসেন। রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এডুকেশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। এডুকেশন হাব হিসেবে প্রতিষ্ঠিত হলে প্রতিবেশী দেশগুলোর শিক্ষার্থীরাও এখানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।”

কর্মশালায় উপস্থিত ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিব। দুই দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow