বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
May 14, 2025 - 18:35
 0  2
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’ শুরু হয়েছে। বুধবার (১৪ মে) সকাল ৯টায় রংপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “সামাজিক বিজ্ঞান অনুষদ কর্তৃক এই প্রথমবারের মতো এমন আয়োজন করা হলো। এর মাধ্যমে গবেষক ও শিক্ষার্থীরা জ্ঞান বিনিময়ের সুযোগ পাবেন। পাশাপাশি এ ধরনের সম্মেলন বিশ্ববিদ্যালয়ের সুনাম আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেবে।”

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “টেকসই উন্নয়নের বিভিন্ন ধাপ এবং বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে নেয়া পদক্ষেপগুলো বিশ্লেষণ করা জরুরি। এছাড়া তিস্তা নদী, আধুনিক দাসত্ব ও পলিটিক্যাল ইকোনমি নিয়ে গবেষণার প্রয়োজনীয়তা রয়েছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এনামউল্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ ফরিদ উদ্দিন খান, ইন্সটিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে মুজেরী এবং নেপালের সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনমিকস অ্যান্ড এনভায়রনমেন্টের নির্বাহী পরিচালক ড. পরশ খারেল।

কনফারেন্সের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম বলেন, “এই সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক মানের গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে। এতে অংশগ্রহণকারীরা বৈশ্বিক গবেষণাগুলো সম্পর্কে আরও সম্যক ধারণা পাবেন।”

প্রথম দিনের সেশনে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লিসেল রিচি ‘Social Sustainability এবং Social Resilience’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, “Social Sustainability অর্জনের জন্য সকল শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনার বিষয়টি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।”

কনফারেন্সের থিম হলো—“Social Science Today and Sustainable Development: Trends, Dilemmas and Opportunities”। প্রথম দিনে ৬টি সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।

আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) সমাপনী সেশনে কনফারেন্সের ফলাফল ও সুপারিশমালা উপস্থাপন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow