রাজশাহীতে ভুয়া বিএসটিআই লোগো ব্যবহারে বেকারিকে জরিমানা

রাজশাহীতে ভুয়া বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) লোগো ব্যবহার করায় এক বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। এ সময় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ‘চানাচুর, বিস্কুট, কেক ও পাউরুটি’ উৎপাদন ও বিক্রি এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করার অভিযোগে বেঙ্গল বেকারী অ্যান্ড কনফেকশনারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠানটিকে বিএসটিআইয়ের মানসনদ না নেওয়া পর্যন্ত সব ধরনের উৎপাদন ও বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তার স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
What's Your Reaction?






