ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় কাভার্ডভ্যান উল্টে চালক আহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘরে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি কাভার্ডভ্যান উল্টে যায়। এতে চালক মো. জুয়েল আহত হয়েছেন।
বুধবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে মাওয়াগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত জুয়েল ফরিদপুরের আলমডাঙ্গা এলাকার ইবাদত খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচেষ্টা পরিবহণের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। এরপর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। তাদের অভিযোগ, অসাবধানতা ও অতিরিক্ত গতিই এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ী।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, উল্টে যাওয়া কাভার্ডভ্যানের চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাঈম সিদ্দিকী জানান, পালিয়ে যাওয়া বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ইতিমধ্যে কাভার্ডভ্যানটি রেকার দিয়ে সরানো হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।
What's Your Reaction?






