কেয়াইন ইউনিয়ন সর্ব সাধারনের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Dec 18, 2025 - 00:10
 0  4
কেয়াইন ইউনিয়ন সর্ব সাধারনের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদার সুস্থতা কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১৭ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টার দিকে পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ গেইট খেলার মাঠে কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো: নাছিম খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল খায়ের এর সঞ্চালনায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা বিএনপি সভাপতি মুন্সীগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আহ্বায়ক ও উপজেলা বিএনপি সাবেক সভাপতি হাজী আব্দুল কুদ্দুস ধীরন,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলী,যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার।

আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হাজী নুর হোসেন, আমিনউদ্দীন চৌধুরী,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম, যুবদলদ সদস্য সিফফাতুল ইসলাম জনি,

কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীরসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে কেয়াইন ইউনিয়ন বিকল্প ধারা বাংলাদেশের সহ-সভাপতি মীর আলী শেখ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু-এর নেতৃত্বে বিকল্প ধারা বাংলাদেশের প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

এ সময় নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow