নওগাঁর আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ভোগে ১০ হাজার মানুষ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
May 14, 2025 - 19:46
 0  3
নওগাঁর আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ভোগে ১০ হাজার মানুষ

নওগাঁর আত্রাই উপজেলার ছোট ডাংগা বাজার সংলগ্ন রতনদাড়া খালের উপর নির্মিত কালভার্টের মাঝামাঝি অংশ ভেঙে ধসে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে ৪টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। গত এক মাস ধরে এই বিপদজনক কালভার্ট দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, শাহাগোলা ইউনিয়নের ছোটডাঙ্গা বাজার সংলগ্ন কালভার্টের ডান পাশের কিছু অংশ ভেঙে পড়েছে। বাম পাশের অবস্থাও খুবই ঝুঁকিপূর্ণ। স্থানীয়রা সাময়িকভাবে কাঠের তক্তা দিয়ে সেটি মেরামতের চেষ্টা চালালেও দীর্ঘমেয়াদি সমাধানের অভাবে প্রতিনিয়তই দুর্ঘটনার শঙ্কা বাড়ছে।

এ বিষয়ে স্থানীয় কাপড় ব্যবসায়ী গোলাম বলেন, “প্রায় ৫টি গ্রামের মানুষ এই কালভার্ট দিয়ে চলাচল করে। তবে রাস্তা থেকে কালভার্টের উচ্চতা বেশি হওয়ায় নির্মাণের শুরু থেকেই এটি দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ ছিল।"

বালু ব্যবসায়ী মঞ্জুরুল হক জানান, “গ্রামের মুসল্লিরা মসজিদে যাওয়া ও কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে পৌঁছানোর জন্য এই কালভার্টের উপর দিয়ে যাতায়াত করতে হয়। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি, কালভার্টটি দ্রুত প্রশস্ত করে পুনঃনির্মাণ করা হোক।”

এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তারা দ্রুত কালভার্টটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow