রাণীনগরে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন

নওগাঁর রাণীনগরে দৈনিক করতোয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা হল রুমে রাণীনগর উপজেলা প্রতিনিধি এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ হাফিজ মোহাম্মদ রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জামায়াতের সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ও উপজেলা পরিষদের অফিসার বিন্দু।
আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে র্যালি ও কেক কেটে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।
What's Your Reaction?






