আক্কেলপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধের

জয়পুরহাটের আক্কেলপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আফাজ উদ্দীন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের চিয়ারীগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফাজ উদ্দীন একই গ্রামের মৃত অজের আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আফাজ উদ্দীন নিজ বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পাড়ছিলেন। এ সময় অসাবধানতাবশত গাছের ডালে লাগানো বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গেই তিনি অচেতন হয়ে পড়েন এবং পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্থানীয়রা জানান, গাছের ডালের সঙ্গে বিদ্যুতের তার ঝুলে থাকায় এটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?






