বালিয়াকান্দির আলোচিত ইয়াবা ব্যবসায়ী ইসহাক ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধিঃ
Jul 12, 2025 - 17:37
 0  1
বালিয়াকান্দির আলোচিত ইয়াবা ব্যবসায়ী ইসহাক ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার

রাজবাড়ী-মধুখালী অঞ্চলে ইয়াবা সরবরাহকারী হিসেবে পরিচিত ইসহাক শেখ (২৭) ফরিদপুর সেনা ক্যাম্প ও মধুখালী থানার যৌথ অভিযানে গ্রেফতার হয়েছেন। অভিযানে তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে সে এলাকায় সক্রিয় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল এবং পুলিশের একাধিক অভিযান থেকেও বারবার পালিয়ে যেতে সক্ষম হয়।

সেনা সূত্রে জানা গেছে, শনিবার (১২ জুলাই) রাত ১টা ২০ মিনিটে ফরিদপুর আর্মি ক্যাম্পে তথ্য আসে যে ইসহাক শেখ মধুখালীর বিল আরালিয়া বাজার এলাকায় অবস্থান করছে এবং ইয়াবা লেনদেনে জড়িত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল এবং মধুখালী থানার পুলিশের যৌথ অভিযানে ভোর ৪টা ৩০ মিনিটে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানকালে ইসহাক শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তার দেহ তল্লাশিতে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইসহাক শেখের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শেখ পাড়া গ্রামে।

গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্তে জানা গেছে, ইসহাক দীর্ঘদিন ধরে রাজবাড়ী ও মধুখালী অঞ্চলে ইয়াবা সরবরাহের মূল হোতা হিসেবে কাজ করছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের একাধিক অভিযানের টার্গেট হলেও এতদিন গ্রেপ্তার এড়িয়ে চলেছিল সে।

আটক ইসহাক শেখ এবং উদ্ধারকৃত ইয়াবা মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সেনা সূত্র আরও জানায়, অবৈধ মাদক, অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। দেশের যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকবে। জনস্বার্থে সেনা ক্যাম্পগুলোকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে সকল নাগরিককে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow