আ. লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ

রাজধানীর বসুন্ধরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেয়ার ঘটনায় সুমাইয়া জাফরিন নামে এক নারীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি অভিযুক্ত সেনা কর্মকর্তা মেজর সাদিকের স্ত্রী।
বুধবার (৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবির দাবি, বসুন্ধরার কে বি কনভেনশন সেন্টারে গোপন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সক্রিয়ভাবে অংশ নেন সুমাইয়া। অভিযোগ উঠেছে, সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গোপনে গেরিলা কায়দায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল।
এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর অভিযুক্ত কর্মকর্তা মেজর সাদিককে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।
এর আগে, ৩১ জুলাই বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে এক প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে সেনা কর্মকর্তা মেজর সাদিকের প্রশিক্ষণ পরিচালনার তথ্য আসার পর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, “মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে তদন্ত এখনো চলমান রয়েছে।
What's Your Reaction?






