সালথায় ট্রলির চাপায় ৩ বছরের শিশু নিহত

ফরিদপুরের সালথায় ট্রলির চাপায় হুসাইন কারিকর (৩) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী টু বাউশখালী সড়কের মৌলভীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুসাইন ওই এলাকার নাজমুল কারিকরের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে একটি ট্রলি পুড়েপাড়া থেকে ইট নামিয়ে ফেরার পথে মৌলভীপাড়া আজগরের বাড়ির সামনে শিশুটিকে চাপা দেয়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় হুসাইনকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “ট্রলির চাপায় শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
What's Your Reaction?






