সদরপুরে ৩ সহযোগীসহ ‘মাদক সম্রাট’ শাওন গ্রেপ্তার

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Aug 26, 2025 - 07:45
 0  3
সদরপুরে ৩ সহযোগীসহ ‘মাদক সম্রাট’ শাওন গ্রেপ্তার

ফরিদপুরের সদরপুরে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ইমরান খান শাওন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার শাওন ঢেউখালী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সুফিয়া খাতুন ও মৃত দুদুমিয়া খানের একমাত্র ছেলে। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ও নগদ ৫০ টাকা উদ্ধার করা হয়।

অপর গ্রেপ্তাররা হলেন— ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের সাগর হাওলাদার (২৫), বাবুরচর কাচারীডাঙ্গী গ্রামের মনির হাওলাদার (৩৩) ও কৃষ্ণুপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের সোহেল রানা (৩৬)।

সদরপুর থানার ওসি শুকদেব রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে শাওন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow