সাড়ে তিন বছরের সাজা নিয়ে কারাগারে কৃষক দল নেতা বাবুল

নিজস্ব প্রতিবেদকঃ
Aug 18, 2025 - 18:30
 0  7
সাড়ে তিন বছরের সাজা নিয়ে কারাগারে কৃষক দল নেতা বাবুল

আদালতে আত্মসমর্পণ করেও শেষরক্ষা হলো না জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের। ২০১৭ সালে পল্টন থানায় দায়ের হওয়া এক নাশকতার মামলায় সাড়ে তিন বছরের সাজার রায় মাথায় নিয়ে জামিন চাইতে এসেছিলেন তিনি। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন। আদালতের এই আদেশের পর শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এদিন সকালে শহিদুল ইসলাম বাবুল তার আইনজীবী নিহার হোসেন ফারুকের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন। এরপর আপিলের শর্তে জামিনের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করলে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদেশের পর আসামিপক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, "আমরা এই আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল করবো। আমরা বিশ্বাস করি, উচ্চ আদালতে ন্যায়বিচার পাবো।"

এর আগে ২০২৩ সালের ২৩ নভেম্বর এই মামলার রায়ে শহিদুল ইসলাম বাবুলকে দুটি পৃথক ধারায় দোষী সাব্যস্ত করে মোট সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। রায়ের একটি ধারায় তাকে আড়াই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে আরও সাত দিন কারাভোগ করতে হবে। অপর ধারায় দেওয়া হয় এক বছরের সশ্রম কারাদণ্ড এবং সমপরিমাণ জরিমানা, যা অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ঘটনাটি ২০১৭ সালের ৩১ অক্টোবরের। সেদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজার সফর শেষে ঢাকায় ফেরার পথে পল্টন এলাকায় তার গাড়িবহর পৌঁছালে দলের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিতে শুরু করে। এসময় তারা ভিআইপি সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়।

এই ঘটনায় পল্টন মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইব্রাহিম খলিল বাদী হয়ে মামলাটি করেন। প্রায় দুই বছর তদন্ত শেষে ২০১৯ সালের ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow