বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও তুরস্ক—দুই বন্ধুপ্রতীম রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যগণ বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ও ব্যক্তিগত ভ্রমণের ক্ষেত্রে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে তুলনামূলকভাবে সুলভ ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন। এতে করে একদিকে সেনা সদস্যদের ব্যয় কমবে, অন্যদিকে সরকারি অর্থেরও সাশ্রয় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এছাড়াও, এই সুবিধাভোগীরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্টার এলায়েন্স নেটওয়ার্কের বিভিন্ন প্রিমিয়াম সুবিধাও সাশ্রয়ী মূল্যে গ্রহণ করতে পারবেন। ফলে বিদেশে দায়িত্ব পালনের সময় সেনা সদস্যদের অভিযানিক দক্ষতা ও গতি বাড়বে, পাশাপাশি ব্যক্তিগত প্রয়োজনে ভ্রমণও সহজ ও আরামদায়ক হবে।
এই সমঝোতা চুক্তিকে বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
What's Your Reaction?






