রাঙ্গামাটির বগাখালী সীমান্তে ভারতীয় নাগরিক আটক

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Aug 7, 2025 - 23:34
 0  1
রাঙ্গামাটির বগাখালী সীমান্তে ভারতীয় নাগরিক আটক

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধীনস্থ বগাখালী বিওপি’র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশকারী মন চন্দ্র চাকমাকে আটক করা হয়।

আটককৃত মন চন্দ্র চাকমা ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার বাসিন্দা এবং চন্দ্র হানশু চাকমার পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে একই দিন বিকেল সাড়ে ৩টায় কাপ্তাই ব্যাটালিয়নের সদর দপ্তর ওয়াগ্গায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, রাঙামাটি সেক্টরের অধীনস্থ বগাখালীসহ সীমান্ত এলাকার বেশিরভাগ স্থানই দুর্গম। হাটবাজারে জনসমাগমের সুযোগ কাজে লাগিয়ে ভারতীয় চোরাকারবারিরা বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন অপরাধে লিপ্ত হওয়ার চেষ্টা করে। এসব পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

তিনি আরও জানান, আটককৃত ভারতীয় নাগরিককে রাঙ্গামাটির জুরাছড়ি থানায় হস্তান্তরের মাধ্যমে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর লতিফুল বারীসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, সীমান্ত সুরক্ষায় বিজিবির এই তৎপরতাকে স্বাগত জানিয়েছে সুশীল সমাজ। তারা বলছেন, ৪১ বিজিবির এই ধরনের উদ্যোগ স্থানীয়দের মধ্যে আস্থা বাড়িয়েছে এবং নিরাপত্তাবোধ জোরদার করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow