বান্দরবানে ব্যক্তিগত সফরে সস্ত্রীক সার্জিস আলম

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সস্ত্রীক বান্দরবানের থানচি সফরে এলেও এ সম্পর্কে কিছুই জানতেন না স্থানীয় জেলা ও উপজেলা নেতারা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কক্সবাজার থেকে তিনি প্রথমে লামা ও আলীকদম উপজেলা হয়ে থানচিতে পৌঁছান। পরে দুপুরের দিকে থানচির তমা তুঙ্গি পর্যটন কেন্দ্র থেকে বান্দরবান শহরের দিকে রওনা দেন বলে জানান এনসিপি থানচি উপজেলা শাখার এক নেতা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক।
তিনি বলেন, “উনি বান্দরবান সফরে আসছেন—এমন কোনো তথ্য জেলা বা উপজেলা পর্যায়ে আমাদের জানানো হয়নি। আমরা পরে গোয়েন্দা সূত্রে জেনেছি, উনি ইতোমধ্যে লামা, আলীকদম ঘুরে থানচিতে এসেছেন।”
জেলা কমিটির এক যুগ্ম সম্পাদক জানান, “সার্জিস আলমের সফরটি হয়তো ব্যক্তিগত। শুনেছি, উনি একাই এসেছেন। বান্দরবান থেকে চট্টগ্রাম বা ঢাকায় ফিরে যাবেন বলে ধারণা করছি। যেহেতু আমাদের জানানো হয়নি, তাই আমরা কেউ যোগাযোগ করিনি।”
জেলা কমিটির আরেক সদস্য জানান, “আজ দুপুরে ১৯ জুনের পূর্ববর্তী একটি অনুষ্ঠানের বিষয়ে আমাদের বৈঠক ছিল। সেখানে সার্জিস আলমের ভ্রমণের বিষয়টি আলোচনা হয়নি। ফলে আমরা এটিকে পুরোপুরি তার ব্যক্তিগত সফর হিসেবে দেখছি। শুনেছি, তার স্ত্রীও তার সঙ্গে রয়েছেন।”
এই সফর ঘিরে জেলার রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হলেও এখন পর্যন্ত সার্জিস আলমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
What's Your Reaction?






