হাইকোর্টের বিচারপতি হলেন এনসিপি নেতার শ্বশুর

দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন রক্তের সঞ্চার হলো। সোমবার (২৫ আগস্ট) মহামান্য রাষ্ট্রপতির আদেশে ২৫ জন নতুন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে, যা নিয়ে আইন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এই নিয়োগের তালিকায় বিশেষভাবে নজর কেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমান।
দীর্ঘদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসা মো. লুৎফর রহমান এখন বিচারকের আসনে বসবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী এই ২৫ জনকে শপথগ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আইন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব থেকে শুরু করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর এবং বিচার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা। এছাড়াও সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী এই তালিকায় স্থান পেয়েছেন, যা বিচার বিভাগে অভিজ্ঞতা ও তারুণ্যের এক দারুণ সমন্বয় ঘটাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই নিয়োগের মধ্য দিয়ে দেশের বিচার ব্যবস্থার দীর্ঘদিনের বিচারক সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো।
What's Your Reaction?






