অবমাননা মেনে নিব না, গোলামীর দিন শেষ: আসিফ নজরুল

অনলাইন ডেস্কঃ
Jan 4, 2026 - 15:18
 0  3
অবমাননা মেনে নিব না, গোলামীর দিন শেষ: আসিফ নজরুল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বাংলাদেশ কিংবা দেশের ক্রিকেটের কোনো প্রকার অবমাননা আর মেনে নেওয়া হবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ড. আসিফ নজরুল তার পোস্টে অভিযোগ করেন, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর দাবির মুখে নতি স্বীকার করে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি তাৎক্ষণিক কিছু পদক্ষেপের কথাও উল্লেখ করেন। তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে কড়া প্রতিবাদ ও ব্যাখ্যা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আসিফ নজরুল বলেন, “বোর্ড যেন আইসিসিকে জানিয়ে দেয়— যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।”

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার অনুরোধ জানানোর জন্যও তিনি বিসিবিকে নির্দেশনা দিয়েছেন।

পাশাপাশি, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার বিষয়েও কঠোর অবস্থান নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি পোস্টে উল্লেখ করেন, “আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি, বাংলাদেশে যেন আইপিএল খেলার সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়।”

সবশেষে ড. আসিফ নজরুল তার পোস্টে দৃঢ়কণ্ঠে বলেন, “আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow