অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সিদ্ধান্ত নিয়ে জল্পনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় ঘনিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহেই তফসিল ঘোষণা হতে পারে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের শিক্ষার্থী প্রতিনিধিত্বকারী দুই আলোচিত উপদেষ্টা—তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া—রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তাঁরা নির্বাচন করবেন কি না, করলে কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন—এ বিষয়ে নানা জল্পনা চলছে রাজনৈতিক অঙ্গনে।
মাহফুজ আলম নির্বাচন করবেন কি না—এ বিষয়ে এখনও সিদ্ধান্তহীন অবস্থায় রয়েছেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি রোববার রাতে বলেন, ‘এ নিয়ে এখনো কিছুই জানি না।’ তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছে, তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। নির্বাচনে অংশ নিতে হলে তাঁকে সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে হবে। তবে তাঁর কাছের একটি সূত্র জানিয়েছে, তিনি হয়তো সরকারেই থেকে যেতে পারেন। সে ক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকবে না।
অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব জানিয়েছেন, তিনি ঢাকায় ভোট দেবেন এবং নির্বাচনে অংশগ্রহণের আগ্রহও তাঁর রয়েছে। তবে তিনি কোন দল থেকে প্রার্থী হবেন—তা এখনো স্পষ্ট করে জানাননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসিফের কার্যক্রম বিএনপির প্রতি সহানুভূতিশীল। তাঁর সমর্থকদের বড় একটি অংশও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) বিরুদ্ধে সোচ্চার। ফলে আসিফ যদি নির্বাচন করেন, বিএনপির মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি বলেই মনে করা হচ্ছে।
অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, নির্বাচন করতে চাইলে দুই উপদেষ্টাকেই দ্রুত পদত্যাগ করতে বলা হয়েছে। তবে তারা দুজনেই সময় চাইছেন এবং এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সূত্র বলছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আসিফ মাহমুদ পদত্যাগ করতে পারেন। কিন্তু মাহফুজ আলম হয়তো উপদেষ্টা পদেই থেকে যাবেন। ফলে তিনিই সম্ভবত নির্বাচনী দৌড়ের বাইরে থাকছেন।
আন্দোলন থেকে উঠে এসে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই পদে অবস্থান নেওয়ার পর এখন নির্বাচনকে কেন্দ্র করে দুই তরুণ মুখকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে দেশের রাজনীতিতে। তাদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কেমন হতে যাচ্ছে—তা জানতে আগ্রহী রাজনৈতিক মহল। তফসিল ঘোষণার পরই পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ