ভারতে খেলবে না বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি
২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে যে ফাটল ধরেছিল, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তা যেন চূড়ান্ত রূপ নিলো। এরই জের ধরে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বের কোনো ম্যাচই ভারতে না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে বিসিবির ১৭ জন পরিচালকের উপস্থিতিতে এক জরুরি সভায় এই কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়। সভার পর বিসিবির এক শীর্ষ পরিচালক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, নিরাপত্তার শঙ্কায় ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচেই অংশ নেবে না বাংলাদেশ।
প্রাথমিকভাবে তিনটি বিষয়ে আইসিসির কাছে চিঠি দেওয়ার কথা ভাবা হলেও, শেষ পর্যন্ত একটি সুনির্দিষ্ট দাবিতে অটল রয়েছে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠানো এক ই-মেইলে বোর্ড স্পষ্ট জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার শঙ্কায় ভারতে জাতীয় দল পাঠানো সম্ভব নয়।’
এই যুক্তিতে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে বিসিবি। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম এই আসরের যৌথ আয়োজক শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরে তাদের সব ম্যাচ লঙ্কান ভেন্যুতে স্থানান্তরের নজির রয়েছে। বাংলাদেশও সেই পথেই হাঁটল।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। সেখানে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে আছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এবং সহযোগী সদস্য দেশ নেপাল ও ইতালি।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা। একই ভেন্যুতে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে পরের দুটি ম্যাচ এবং মুম্বাইয়ে নেপালের বিপক্ষে শেষ ম্যাচটি নির্ধারিত রয়েছে। তবে বিসিবির আপত্তির কারণে এই সূচি এখন চরম অনিশ্চয়তার মুখে।
মাঠের বাইরের উত্তাপের মধ্যেই আইসিসির কাছে বিশ্বকাপের স্কোয়াড জমা দিয়েছে বিসিবি, যা আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রত্যাশিতভাবেই দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস এবং সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান।
তবে দল নির্বাচনে বেশ কিছু চমক ও বিতর্ক রয়েছে। বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থেকেও প্রাথমিক দলে জায়গা পাননি নাজমুল হোসেন শান্ত। এছাড়া উইকেটকিপার ব্যাটার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন নিজেদের জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন।
অন্যদিকে, বল হাতে দারুণ পারফর্ম করা রিপন মন্ডল এবং আলিস ইসলামের ওপর নির্বাচকদের বিশেষ নজর রয়েছে। বিসিবি জানিয়েছে, বিপিএলে পারফর্ম করা ক্রিকেটারদের বিবেচনায় রেখে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ঘোষিত প্রাথমিক দলে কোনো কারণ দর্শানো ছাড়াই পরিবর্তন আনা যাবে। এরপর কোনো পরিবর্তনের প্রয়োজন হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদনের প্রয়োজন হবে।
What's Your Reaction?
খেলা ডেস্কঃ