র‍্যাব পরিচয়ে শীতবস্ত্র বিতরণের নামে ৫ লাখ টাকা আত্মসাৎ

সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহীঃ
Jan 4, 2026 - 15:46
 0  8
র‍্যাব পরিচয়ে শীতবস্ত্র বিতরণের নামে ৫ লাখ টাকা আত্মসাৎ

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর কর্মকর্তা সেজে শীতবস্ত্র বিতরণের নামে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মারুফ হোসেন (২৯)। ৩ জানুয়ারি বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোপালপুর বাইপাস এলাকা থেকে র‍্যাব-৫ ও র‍্যাব-১১ এর একটি যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ২০২৫ সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার একটি গার্মেন্টসের চেয়ারম্যান নুরুজ্জামান খানকে ফোন করেন অভিযুক্ত মারুফ। তিনি নিজেকে র‍্যাব কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে জানান, র‍্যাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে এবং এ কার্যক্রমের জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন। তার কথায় বিশ্বাস স্থাপন করে চেয়ারম্যান নুরুজ্জামান খান সরল মনে মারুফের দেওয়া ডাচ বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্টে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা পাঠান। টাকা হাতে পাওয়ার পরপরই প্রতারক তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ করে দেন।

এ ঘটনায় ভুক্তভোগী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোঃ ইসমাইল চৌধুরী রাসেল বাদী হয়ে গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি প্রতারণা মামলা (মামলা নং-০৫) দায়ের করেন। মামলা দায়েরের পর ঘটনার ছায়া তদন্ত শুরু করে র‍্যাব।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ (রাজশাহী) এবং র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ)-এর যৌথ দল গত ৩ জানুয়ারি সন্ধ্যায় গোদাগাড়ীর গোপালপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা মারুফ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মারুফ গোদাগাড়ী থানার কৃষ্ণবাটি (বোগদামারী) গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ হোসেন র‍্যাবের নাম ব্যবহার করে প্রতারণা ও অর্থ আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন।

র‍্যাব জানায়, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow