শাহবাগে জড়ো হচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

অনলাইন ডেস্কঃ
Jan 4, 2026 - 15:13
 0  2
শাহবাগে জড়ো হচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

ন হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এলাকা। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে সাধারণ মানুষের উপস্থিতি বাড়লে জনসমুদ্রে রূপ নেয় বিক্ষোভস্থল।

বর্তমানে শাহবাগ মোড়ের একপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। তাদের গগনবিদারী স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো এলাকা। বিক্ষুব্ধ জনতা এ সময় ‘আমার ভাই কবরে—খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘গোলামী না আজাদী—আজাদী’, ‘আমরা সবাই হাদী হবো—যুগে যুগে লড়ে যাবো’ এবং ‘লাল সবুজের পতাকায়—হাদি তোমায় দেখা যায়’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত একটি ট্রাক র্যালির মাধ্যমে এই কর্মসূচির সূচনা করে ইনকিলাব মঞ্চ। সংগঠনের নেতারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এ বিষয়ে ইনকিলাব মঞ্চের প্রকাশনা বিষয়ক সম্পাদক ফাহিম রহমান বলেন, ‘‘আগামী ৭ জানুয়ারি হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দাখিলের আগ পর্যন্ত আমাদের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি অব্যাহত থাকবে। এর মধ্যে চার দফা দাবি নিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব। এসব আলোচনার ভিত্তিতে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা আসতে পারে।’’

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন।

শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। এরপর শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow