কারওয়ান বাজারে পর পর ককটেল বিস্ফোরণ, দুই থানার দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদকঃ
Nov 16, 2025 - 22:22
 0  2
কারওয়ান বাজারে পর পর ককটেল বিস্ফোরণ, দুই থানার দ্বন্দ্ব

রাজধানীর কারওয়ান বাজার মোড় এলাকায় রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে কেউ হতাহত না হলেও ঘটনার জায়গা নির্ধারণে দুটি থানার মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।

তেজগাঁও থানা–পুলিশ জানায়, বিস্ফোরণের ঘটনা কলাবাগান থানা এলাকায় ঘটেছে। তবে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান বলছেন, “ঘটনাস্থল আমাদের থানার এলাকায় নয়, এটি তেজগাঁও থানার আওতাভুক্ত।”

অন্যদিকে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানিয়েছেন, “এটি আমাদের থানার এলাকার মধ্যে পড়ে না।” ফলে দুই থানা একে অপরকে এড়িয়ে চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রেন ও জনবহুল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনায় সাধারণ জনগণের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে।

পেছনের প্রেক্ষাপট হিসেবে বলা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় আগামী সোমবার ঘোষণা করা হবে। এ রায়ের আগে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ। এ কর্মসূচিকে ঘিরে ১০ নভেম্বর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বাসে–ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow