কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডব: অটোরিকশা থামিয়ে আক্রমণ, প্রাণ গেল ঝর্ণা চাকমার
রাঙামাটির কাপ্তাইয়ে যেন হঠাৎ নেমে এলো বন্যহাতির তাণ্ডব। সন্ধ্যার নীরবতা ভেঙে আসামবস্তী–কাপ্তাই সড়কে আক্রমণের শিকার হলো যাত্রীবাহী অটোরিকশা। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে গেল যানটি, প্রাণ হারালেন ঝর্ণা চাকমা (৭০) নামে এক বৃদ্ধা নারী; গুরুতর আহত আরেক নারী যাত্রী।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। রাঙামাটি থেকে কাপ্তাইগামী অটোরিকশাটি হঠাৎ বন্যহাতির সামনে পড়লে হাতি যাত্রীদের ওপর ক্ষিপ্তভাবে আঘাত করে। পথচারী সিএনজি চালক ও যাত্রীরা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়ার পথে ঝর্ণা চাকমা মারা যান। অপর নারী যাত্রী হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন।
নিহত ঝর্ণা চাকমা রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার মিলন কার্বারীর স্ত্রী। রাত ৮টায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জীবতলী মৌজার হেডম্যান হিটলার দেওয়ান।
এদিকে প্রথম ঘটনার মাত্র ১০ মিনিট পর একই সড়কে আরেকটি ঘটনা ঘটে। কাপ্তাই প্রজেক্ট এলাকার সিএনজি চালক দুলালের অটোরিকশাও বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়। চালক দৌড়ে প্রাণে রক্ষা পেলেও তার অটোরিকশাটি হাতি ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়।
খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস অটোরিকশাটি খাদ থেকে রশি বেঁধে উদ্ধার করে। উদ্ধারকাজে বন বিভাগ ও ইআরটি সদস্যরাও অংশ নেন। ফায়ার সার্ভিস স্টেশন সিনিয়র অফিসার শাহাদাত হোসেন বলেন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি নিরাপদে উদ্ধার করা হয়েছে।
What's Your Reaction?
রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ