কাপ্তাইয়ে ৬৭৫ জেলের মুখে হাসি ফোটালো ভিজিএফ চাল

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Aug 14, 2025 - 20:14
 0  2
কাপ্তাইয়ে ৬৭৫ জেলের মুখে হাসি ফোটালো ভিজিএফ চাল

কাপ্তাই হ্রদের জলে যখন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা, তখন জেলে পল্লীর ঘরে ঘরে যেন হাহাকার না ওঠে, তা নিশ্চিত করতে পাশে দাঁড়িয়েছে সরকার। মৎস্য আহরণ বন্ধকালীন এই কঠিন সময়ে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কাপ্তাই উপজেলার ৬৭৫টি মৎস্যজীবী পরিবার পেল বিশেষ ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) চাল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চত্বর এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নেলী রুদ্র।

৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দুঃসময়ে জেলেদের পাশে দাঁড়াতে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠানে জুলাই-২০২৫ মাসের বরাদ্দ হিসেবে প্রতিটি জেলে পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়। সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই দফায় সর্বমোট ১৩.৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

প্রধান অতিথি নেলী রুদ্র বলেন, "সরকার সবসময় জেলেদের পাশে আছে। মাছ ধরা বন্ধকালীন সময়ে আপনাদের যেন কোনো কষ্ট না হয়, সেজন্যই এই খাদ্য সহায়তা। হ্রদের মৎস্য সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।"

উল্লেখ্য, কাপ্তাই হ্রদের কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধিকে নিশ্চিত করতে প্রতি বছর এই নির্দিষ্ট সময়ে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সরকারের এই সময়োপযোগী সহায়তা মাছ ধরা বন্ধকালীন সময়ে জেলে পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হ্রদের মৎস্য সম্পদ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow