স্মৃতির উৎসবে মাতলো রাণীনগর রেলওয়ে স্টেশন

এক শতাব্দী ধরে কত শত মানুষের আগমন-প্রস্থান, হাসি-কান্না আর মিলন-বিরহের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি। কালের পরিক্রমায় ১০০টি বছর পূর্ণ করলো নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশন। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এক বর্ণাঢ্য ও আনন্দঘন আয়োজনে মেতে উঠলো পুরো রাণীনগর।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় স্থানীয় সামাজিক সংগঠন ‘রাণীনগর রাইডো’র আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়।
সকাল সাড়ে ১০টায় স্টেশন চত্বরে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। এরপর তার নেতৃত্বে বের হয় এক বর্ণাঢ্য র্যালি। শতবর্ষের এই আনন্দযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও স্টেশন প্রাঙ্গণে ফিরে এসে শেষ হয়।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল স্টেশনের богатый (ঐতিহ্যবাহী) ইতিহাস নিয়ে আলোচনা, দুর্লভ ছবি প্রদর্শনী, সম্মাননা স্মারক প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পুরো স্টেশন এলাকাকে এক মিলনমেলায় পরিণত করে।
স্টেশন চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাইডো সংগঠনের শিক্ষক উপদেষ্টা দেওয়ান মতিউর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্য কাজী ইসতিয়াক আমিন বিশাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এবং রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান।
আলোচনায় অংশ নিয়ে প্রবীণ সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্টেশনের পুরনো দিনের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা এই ঐতিহাসিক স্থাপনার ঐতিহ্য সংরক্ষণ এবং এর আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এক শতাব্দী ধরে রাণীনগরের হৃৎপিণ্ড হয়ে থাকা এই স্টেশনটির শতবর্ষ পূর্তি উদযাপন শুধু একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল একটি জনপদের শেকড়ের প্রতি ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ।
What's Your Reaction?






