তারেক রহমানের মানবিকতায় ঠিকানা পেলেন শাহীনুর

বহু বছরের জরাজীর্ণ চালাঘরই ছিল শাহীনুর বেগমের একমাত্র আশ্রয়। মাথার ওপর একটি নিরাপদ ছাদ ছিল তাঁর কাছে এক অলীক স্বপ্ন। অবশেষে সেই স্বপ্ন সত্যি হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক সহায়তার ধারাবাহিকতায় এবার পিরোজপুরের জিয়ানগর উপজেলার হতদরিদ্র নারী শাহীনুর বেগম পেলেন নিরাপদ আশ্রয়ের নতুন ঠিকানা।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নে এক আবেগঘন পরিবেশে শাহীনুর বেগমের হাতে তুলে দেওয়া হয় নতুন ঘরের চাবি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত এই ঘরটি ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এই মহৎ উদ্যোগটি বাস্তবায়ন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও দৈনিক কালের কন্ঠের যুগ্ম সম্পাদক, সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান।
নতুন ঘরের চাবি হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শাহীনুর বেগম। অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন, “ভাঙা ঘরে পোকা-মাকড়ের সাথে অসহায়ভাবে জীবন কাটিয়েছি বহু বছর। বৃষ্টি এলে নির্ঘুম রাত কাটতো। কখনও ভাবিনি আমারও একটি পাকা ও নিরাপদ ঘর হবে। তারেক রহমান সাহেব ও যারা আমার মতো গরিবের পাশে দাঁড়িয়েছেন, তাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আল্লাহ তাদের ভালো করুক।”
স্থানীয়রা জানান, রাজনৈতিক নেতারা সাধারণত ক্ষমতার রাজনীতিতেই ব্যস্ত থাকেন। কিন্তু তারেক রহমান অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছেন, মানবিক দায়িত্ববোধই একজন প্রকৃত নেতার মূল শক্তি। তাঁর এই ধারাবাহিক মানবিক সহায়তা সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে, যা অন্যদেরও অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপি সভাপতি মো. ফরিদ আহমেদ, বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল তালুকদার, সদস্য সচিব ও ইউপি সদস্য শেখ আব্দুল জলিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম বয়াতি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো: জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আল-আমিন হোসেন, সাবেক সভাপতি শাহেদুল ইসলাম শহীদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পিরোজপুর পৌর শাখার সভাপতি নাজমুল হাওলাদার মারুফ। শেষে স্থানীয় মসজিদের ইমাম খালিদ সাইফুল্লাহ দেশ, জাতি ও শাহীনুর বেগমের পরিবারের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন।
What's Your Reaction?






