জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে পিরোজপুরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
Aug 3, 2025 - 12:09
 0  2
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে পিরোজপুরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান


জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পিরোজপুরে অনুষ্ঠিত হলো এক জমজমাট আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতা। শ্বাসরুদ্ধকর ফাইনালে স্বাগতিক পিরোজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাগেরহাট জেলা দল। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার এই যৌথ উদ্যোগ ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

শনিবার (২ আগস্ট) বিকেলে পিরোজপুর টাউন ক্লাব মাঠ দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খাঁন মোহাম্মদ আবু নাসের। প্রতিযোগিতায় পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও নড়াইলের বাছাই করা খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিটি ম্যাচেই ছিল টানটান উত্তেজনা।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ফাইনালে মুখোমুখি হয় বাগেরহাট ও স্বাগতিক পিরোজপুর। দুই দলের খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য ও দর্শকদের মুহুর্মুহু করতালিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ হাসি হাসে বাগেরহাট।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান। তিনি বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পথে পরিচালিত করাই আমাদের লক্ষ্য।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি। এসময় জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক ক্রীড়ানুরাগী দর্শক উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow