দুর্গোৎসব উপলক্ষে বিএনপি নেতা সোহেল মঞ্জুরের আর্থিক অনুদান

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পিরোজপুরের কাউখালী উপজেলার ২৪টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মঞ্জুরের সন্তান, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি ও শিল্পপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন।
কাউখালী উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে অনুদান হিসেবে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় পূজা উদযাপন কমিটির নেতাদের হাতে অনুদান পৌঁছে দেওয়া হয় শুভেচ্ছা স্বরূপ।
অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, সৈয়দ বাহাউদ্দিন পলিন ও সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন সুমন, সদস্য সচিব সোয়াইব সিদ্দিকী, উপজেলা হিন্দু কল্যাণ ফোরামের আহ্বায়ক মাস্টার কিরণ চন্দ্র হালদার, যুগ্ম আহ্বায়ক মাস্টার বিনয় চন্দ্রসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
What's Your Reaction?






