ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নে প্রায় দুই হাজার রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান ও চোখে ছানি রোগীদের বাছাই করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে আবদুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের উদ্যোগে এবং ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব স্থপতি মুজাহিদ বেগের সার্বিক সহযোগিতায় এ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী রোগীদের চোখের পরীক্ষা-নিরীক্ষা শেষে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি ছানি রোগে আক্রান্তদের উন্নত চিকিৎসার জন্য বাছাই করা হয়েছে। তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। ধাপে ধাপে জেলার বিভিন্ন উপজেলায় এ ধরনের ফ্রি চক্ষু ক্যাম্প আয়োজন করা হবে বলেও জানান আয়োজকরা।
চিকিৎসা নিতে আসা বালিয়াহাটি গ্রামের জেলেকা বেগম ও আনোয়ারা বেগম বলেন, ‘কয়েক বছর ধরে চোখে কম দেখি। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা নিতে পেরে আমরা অনেক খুশি।’ ছানি রোগে দীর্ঘদিন ভুগছেন বৃদ্ধ মজিবুর মুন্সী। ক্যাম্পে পরীক্ষার পর তাকে বিনামূল্যে ছানি অপারেশনের নিশ্চয়তা দেওয়া হলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব ও ফরিদপুর-৪ এর স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ বলেন, ‘প্রতিবছর আমরা ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করি, যাতে এ অঞ্চলের গরিব ও অসহায় মানুষ তাদের দৃষ্টি ফিরে পান, দুনিয়ার আলো দেখতে পারেন। এ ধরনের মানবিক কাজ আমরা পরিবারের পক্ষ থেকে সারাজীবন করে যাব।’
তিনি আরও জানান, এর আগে ফরিদপুর জেলায় ৩৬ হাজারের বেশি রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও প্রায় আট শতাধিক রোগীর চোখের উন্নত চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা করা হবে। রোগীদের ঢাকা ও বরিশালে নিয়ে যাওয়া হবে এবং যাতায়াত, থাকা-খাওয়া, ওষুধপত্র ও চশমাসহ যাবতীয় খরচ বহন করবে ফাউন্ডেশন।
What's Your Reaction?






