মাগুরায় বিজয়া দশমীতে সিঁদুর খেলায় বিদায় মা দুর্গাকে

টানা পাঁচদিনের শারদীয় দুর্গোৎসবের পর বিজয়া দশমীতে সিঁদুর খেলার মধ্য দিয়ে বিদায় জানানো হলো মা দুর্গাকে। বৃহস্পতিবার মাগুরা জেলা শহরসহ চার উপজেলায় মোট ৬২১টি মণ্ডপে অনুষ্ঠিত হয় এ বর্ণাঢ্য আয়োজন।
সকালে পূজা-অর্চনার পর দুপুরে নারী-পুরুষ ও শিশু-কিশোররা একত্রিত হয়ে অংশ নেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলায়। ঢাক-ঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনির উৎসবে মুখরিত হয়ে ওঠে প্রতিটি মণ্ডপ। ভক্তদের সিঁদুরে রাঙানো মুখে ছড়িয়ে পড়ে আনন্দ ও উচ্ছ্বাস।
পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবের। বিসর্জনের আগে ভক্তরা প্রার্থনা করেন, আগামী বছর যেন মা দুর্গা আবারও সুস্থ ও সবলভাবে আবির্ভূত হন।
বিজয়া দশমী উপলক্ষে ঘরে ঘরে মিষ্টিমুখ, কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করার রেওয়াজও পালন করেন ভক্তরা।
শান্তি, সম্প্রীতি ও শুভশক্তির জয়গান করে এবারের দুর্গোৎসব শেষ হলেও ভক্তদের হৃদয়ে থেকে যায় আশ্বিনের এই বিদায়বেলায় এক অনাবিল আনন্দের সঙ্গে মিশে থাকা মধুর বেদনার ছোঁয়া।
What's Your Reaction?






