দৈনিক সত্যপাঠ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আলম আর নেই

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
May 22, 2025 - 13:09
 0  4
দৈনিক সত্যপাঠ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আলম আর নেই

দৈনিক সত্যপাঠ পত্রিকার নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাব যশোরের জ্যেষ্ঠ সদস্য সৈয়দ শাহাবুদ্দিন আলম (৬৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২১ মে) বিকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেয়ান মোর্শেদ আলম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া শোক প্রকাশ করেছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোক সমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা এ.কে.এম গোলাম সারয়ার।

দৈনিক সত্যপাঠ-এর উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, প্রকাশক মাসুমা আক্তার ও সম্পাদক আমিরুল আলম খান এক শোকবার্তায় বলেন, সৈয়দ শাহাবুদ্দিন আলম ছিলেন নীতিবান, সৎ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ এক পথপ্রদর্শককে হারাল।

পরিবার, সহকর্মী ও সংবাদজগতের সহানুভূতি ও প্রার্থনায় তাঁকে স্মরণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow