ড্রাম ট্রাক কেড়ে নিল দুই স্বর্ণ ব্যবসায়ীর প্রাণ

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার নওপাড়া এলাকায় বুধবার (২১ মে) বিকেলে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা, যেখানে একসাথে প্রাণ হারালেন দুই স্বর্ণ ব্যবসায়ী বন্ধু।
পাংশা উপজেলার শিকদার জুয়েলার্স থেকে হালখাতা শেষে মোটরসাইকেলে করে ফেরার সময় মাছপাড়া এলাকায় পাগলা বাবার মোড়ে পিছন থেকে একটি বেপরোয়া বালুবাহী ড্রাম ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
নিহতরা হলেন খোকসার জানিপুর পুরাতন বাজারের মাতৃ জুয়েলার্সের স্বত্বাধিকারী মো: কোরবান আলী শেখ (৫৫) এবং কৃষ্ণা জুয়েলার্সের মালিকের ছোট ভাই অশোক কুমার রায় (৬০)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকের চালক ও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। একইসাথে তারা মহাসড়কে ড্রাম ট্রাক চলাচল নিষিদ্ধ করার দাবিও তুলেছেন।
নিহত দুই ব্যবসায়ীর মধ্যে ছিল ধর্ম ভিন্ন হলেও হৃদয়ের অটুট বন্ধন। ব্যবসায়িক সঙ্গী থেকে শুরু করে জীবনের প্রতিটি মুহূর্তে তারা ছিলেন একে অপরের ছায়াসঙ্গী। আজ একজন চিরনিদ্রায় শায়িত হলেন মুসলিম কবরস্থানে, আরেকজন হিন্দু শ্মশানে; কিন্তু বন্ধুত্বের পরিণতি ছিল অভিন্ন।
দুই বন্ধুর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ খোকসার সর্বস্তরের ব্যবসায়ী সমাজসহ সাধারণ মানুষ। কোরবান আলী শেখকে কুষ্টিয়া জেলার স্বর্ণ ব্যবসায়ী মহলে একজন সজ্জন ও জনপ্রিয় ব্যবসায়ী হিসেবে জানতেন সবাই।
এই দুর্ঘটনা শুধু দুটি প্রাণের অবসান নয়, বরং একটি অসাম্প্রদায়িক বন্ধুত্বের করুণ অবসান। যেখানে ধর্ম নয়, মানুষের ভালোবাসা ও সহাবস্থান ছিল সবচেয়ে বড় পরিচয়।
What's Your Reaction?






