উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে মুক্ত হলো খোকসার হাওর নদীর বাঁধ

কুষ্টিয়ার খোকসায় প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা দখলকৃত হাওর নদীর বাঁধটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপনের সরাসরি হস্তক্ষেপে দখলমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর চর বিহারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ইউএনও প্রদীপ্ত রায় দীপন প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে গিয়ে তিনি দেখতে পান, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি কোনো প্রকার অনুমতি ছাড়াই হাওর নদীর বাঁধ ঘিরে মাছ চাষ করছেন। এই কর্মকাণ্ডের ফলে নদীর স্বাভাবিক পানি প্রবাহ এবং মাছের অবাধ চলাচল বাধাগ্রস্ত হচ্ছিল, যা মৎস্য সংরক্ষণ আইনের পরিপন্থী।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার বাঁধের ওপর নির্মিত অবৈধ ব্যারিকেড অপসারণের উদ্যোগ নেন। প্রাথমিকভাবে স্থানীয় জনগণের কাছ থেকে আশানুরূপ সহযোগিতা না পেলেও, পরবর্তীতে তিনি নিজ উদ্যোগে দুজন এলাকাবাসীর সহায়তায় ব্যারিকেডগুলো ভেঙে দেন এবং বাঁধটি জনসাধারণের জন্য উন্মুক্ত করেন।
উপজেলা প্রশাসনের এমন তড়িৎ ও সাহসী পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা ইউএনও-র এই মহৎ উদ্যোগের জন্য সন্তোষ প্রকাশ করেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য অফিসার আহসান হাবিবও উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






