ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Sep 16, 2025 - 20:27
 0  4
ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় গ্রাম আদালতের কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন এই প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় পরিচালিত হচ্ছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শংকর কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক প্রিন্স মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউএনডিপি’র প্রকল্প বিশ্লেষক সিলভা ডি, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাইয়ুম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আমির আলী এবং জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। সভায় জেলার বিভিন্ন উপজেলা সমন্বয়কারী এবং ৫০টি ইউনিয়নের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ অংশগ্রহণ করেন।

প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ মেরাজুল ইসলাম সভায় বিগত এক বছরের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে একটি উপস্থাপনা প্রদান করেন। তিনি জানান, জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালতের মাধ্যমে মোট ১,৪৮৪টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বক্তারা গ্রাম আদালতকে আরও কার্যকর ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং ইউনিয়ন পরিষদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ জনগণের জন্য স্বল্প ব্যয়ে, সহজে এবং দ্রুত বিচার প্রাপ্তির সুযোগ নিশ্চিত করা। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি করে উচ্চ আদালতে মামলার চাপ কমানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow