মহান মে দিবস ও শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে আলোচনাসভা

“বাংলাদেশ জিন্দাবাদ”, “শ্রমিক ঐক্য জিন্দাবাদ”—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে কাপ্তাই। আন্তর্জাতিক মহান মে দিবস ২০২৫ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফয়েজ উদ্দীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ. এম. নাজিম। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নেতা শাহ নেওয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, রাঙামাটি জেলা শ্রমিক দলের সভাপতি মো. মমতাজ মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম (কবির) এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় শহীদ জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে।”
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
What's Your Reaction?






