নবগঙ্গার তীরে তেঁতুলতলার ঘাট: প্রকৃতি ও ইতিহাসের মনোমুগ্ধকর মিলনভূমি

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Oct 13, 2025 - 13:25
 0  2
নবগঙ্গার তীরে তেঁতুলতলার ঘাট: প্রকৃতি ও ইতিহাসের মনোমুগ্ধকর মিলনভূমি

সবুজে মোড়া নদীতীর, পাখির কূজন আর বিশাল তেঁতুল গাছের ছায়া- এমন মনোরম পরিবেশে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে! মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামের নবগঙ্গা নদীর তীরে এমনই এক অপরূপ সৌন্দর্যের স্থান ‘তেঁতুলতলার ঘাট’। যুগ যুগ ধরে এই ঘাট স্থানীয় মানুষের আড্ডাস্থল, উৎসবের মিলনমেলা এবং প্রকৃতিপ্রেমীদের প্রশান্তির ঠিকানা হিসেবে পরিচিত।

স্থানীয়দের মতে, নদীর তীরে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি বিশাল তেঁতুল গাছ থেকেই এ স্থানের নামকরণ হয় “তেঁতুলতলার ঘাট”। গাছ দুটির ঘন ছায়ায় বসে নদীর হাওয়া আর পাখির ডাক উপভোগ করতে প্রতিদিনই আসেন অনেকে। ঈদ, পূজা কিংবা নানা উৎসবে এখানে ভিড় জমে শত শত মানুষের।

২০২২ সালের ১ জানুয়ারি তৎকালীন মাগুরা জেলা প্রশাসক ঐতিহাসিক তেঁতুল গাছ সংরক্ষণ এবং ঘাটের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। এরপর থেকে ঘাটে বসার স্থান, শিশুদের জন্য দোলনা ও বিশ্রামাগারসহ নানা সুবিধা যুক্ত হয়। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে শালিখা উপজেলা প্রশাসন ছিল সক্রিয়।

নবগঙ্গা নদীর তীরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও ঐতিহ্যের মেলবন্ধনে তেঁতুলতলার ঘাট হয়ে উঠছে এক সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। আজও এটি প্রকৃতিপ্রেমী ও স্থানীয়দের কাছে এক অনন্য আকর্ষণের নাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow