মাগুরায় আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার (৭ অক্টোবর) এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিন সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়। প্রবীণ নাগরিকদের সম্মান ও তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক, জনাব মোঃ অহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রবীণ নাগরিকদের প্রতি শ্রদ্ধা, যত্ন ও ভালোবাসা প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "প্রবীণরা সমাজের আলোকবর্তিকা। তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা তরুণ প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ।" তিনি প্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতাকে সমাজের সার্বিক কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন বয়সী প্রবীণ ব্যক্তিবর্গের পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং নানা সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রবীণদের অধিকার সুরক্ষা এবং তাদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।
What's Your Reaction?






