ফরিদপুরে কুরআন অবমাননার প্রতিবাদে ওলামা মাশায়েখদের মানববন্ধন ও বিক্ষোভ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 7, 2025 - 12:45
 0  4
ফরিদপুরে কুরআন অবমাননার প্রতিবাদে ওলামা মাশায়েখদের মানববন্ধন ও বিক্ষোভ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা কুরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির, কুরআন শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক খন্দকার ওহিদুজ্জামান এবং নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান। এ ছাড়া জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু দাউদও বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুজাহিদ কমিটির সদস্য সচিব সিকদার ইমরান নাজির।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের শান্তি বিনষ্ট করার জন্য একটি মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে এবং ইসলাম ধর্মের উপর বারবার আঘাত হানা হচ্ছে। তারা অভিযুক্ত অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ধর্ম অবমাননাকারীদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে ব্লাসফেমি আইন পাসের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে। সমাবেশে ইসলাম ও কুরআন অবমাননাকারীদের ফাঁসির দাবিও তোলা হয়।

কর্মসূচির শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow