সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান, দুই ছিনতাইকারী গ্রেফতার

ঢাকার সাভারে এক বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ অক্টোবর) রাতে সাভার মডেল থানার পাকিজা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ শাহাআলী (৪২) এবং মোঃ আতিক (৩৫)। শাহাআলীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর থানার নতুন আমগাঠা এলাকায় হলেও তিনি সাভারের ব্যাংক কলোনি এলাকায় ভাড়া থাকতেন। অন্যদিকে, আতিকের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ থানার রবীন্দ্রনগর এলাকায় এবং তিনি সাভারের রেডিও কলোনি এলাকায় বসবাস করতেন।
ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মামুনুর রশিদ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সোমবার রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে সাভারের পাকিজা মোড় থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত মোঃ আতিকের বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ রয়েছে। তার বিরুদ্ধে ২০২৩ সালের জুলাই মাসে সাভার থানায় একটি মামলা হয়েছিল এবং সেই মামলায় তাকে অভিযুক্ত করে চার্জশীটও দেওয়া হয়েছে।
গ্রেফতারকৃত দুই ছিনতাইকারীর বিরুদ্ধে ধামরাই থানায় পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে।
What's Your Reaction?






