বৌদ্ধদের প্রবারণা দ্বিতীয় দিনের ভিক্ষুসংঘ পিন্ড চরণ রোয়াংছড়িতে

সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
Oct 7, 2025 - 12:05
 0  4
বৌদ্ধদের প্রবারণা দ্বিতীয় দিনের ভিক্ষুসংঘ পিন্ড চরণ রোয়াংছড়িতে

বান্দরবানের রোয়াংছড়িতে বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত দ্বিতীয় দিনের অনুষ্ঠানে ভিক্ষু সংঘের পিন্ড চরণে ভক্তদের ঢল নেমেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলার খায়াম্রং পাড়া বৌদ্ধ বিহার ও কানাইজো পাড়া বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ এই পিন্ড চরণ অনুষ্ঠানে অংশ নেয়।

ঢাক-ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে বৌদ্ধ ধর্মাবলম্বী শিশু-কিশোর, নারী-পুরুষসহ সকল স্তরের মানুষ অত্যন্ত বিনম্র ও শ্রদ্ধাচিত্তে ভিক্ষুদের পিন্ডদান (খাবার) করেন। পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে ছেয়ে যায়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়।

আশ্বিনী পূর্ণিমা নামে পরিচিত এই প্রবারণা উৎসবটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী বর্ষাবাস পালনের সমাপ্তি উপলক্ষে এই উৎসব উদযাপন করা হয়।

উৎসব উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, তিন দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা তৈরি এবং সন্ধ্যায় ফানুস ওড়ানো হয়। আগামী ৯ অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে। উৎসবের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, বিশ্ব শান্তির কামনায় হাজারো প্রদীপ প্রজ্বলন, ভিক্ষু সংঘের ধর্মীয় দেশনা শ্রবণ এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow