ছেলের চিকিৎসায় দিশেহারা বাবার চোখের পানি মুছিয়ে মানবতার গল্প লিখলেন আলফাডাঙ্গার ইউএনও

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Oct 6, 2025 - 22:13
Oct 6, 2025 - 22:14
 0  22
ছেলের চিকিৎসায় দিশেহারা বাবার চোখের পানি মুছিয়ে মানবতার গল্প লিখলেন আলফাডাঙ্গার ইউএনও

ছেলের যন্ত্রণাকাতর মুখ আর চিকিৎসার বিপুল খরচ, এই দুইয়ে মিলে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল পত্রিকা বিক্রেতা নূর ইসলামের। তবে সেই দুশ্চিন্তার মেঘ সরিয়ে আশার আলো হয়ে পাশে দাঁড়িয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন। কুকুরের কামড়ে গুরুতর আহত নূর ইসলামের ছয় বছরের শিশু লাবীবের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। তাঁর এই মানবিক উদ্যোগে প্রশংসায় ভাসছে পুরো উপজেলা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রতিদিনের মতো মসজিদ থেকে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিল ছোট্ট লাবীব। হঠাৎই একটি বেওয়ারিশ কুকুর শিশুটির ওপর অতর্কিতে হামলা চালায় এবং বাম পায়ে কামড়ে মারাত্মক জখম করে। তার কান্নায় ও চিৎকারে আশপাশের মানুষ ও পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসকরা জানান, লাবীবকে তাৎক্ষণিকভাবে জলাতঙ্ক প্রতিরোধক ভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া জরুরি। কিন্তু হাসপাতালে সরকারিভাবে সরবরাহ না থাকায় বাইরে থেকে প্রায় ৫০০ টাকা দিয়ে প্রতিটি ডোজ কিনতে হবে। তিন দিন পরপর মোট চারটি ভ্যাক্সিন দেওয়ার কথা শুনে অসহায় বাবা নূর ইসলাম দিশেহারা হয়ে পড়েন।

এই হৃদয়বিদারক ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবালের নজরে আসামাত্রই তিনি কালবিলম্ব না করে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ইউএনও রাসেল ইকবাল বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একজন সাধারণ পত্রিকা বিক্রেতার পক্ষে সন্তানের এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া কতটা কঠিন, তা আমরা অনুভব করতে পারি। বিষয়টি আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু লাবীবের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ভ্যাক্সিন সরবরাহ নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। একইসাথে, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে। তিনি রাস্তাঘাটে চলাচলের সময়, বিশেষ করে শিশুদের প্রতি আরও সতর্ক ও যত্নবান হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের এই মহতী উদ্যোগকে স্থানীয়রা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তারা ইউএনও রাসেল ইকবালের এই মানবিক ভূমিকার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ৬ অক্টোবর (সোমবার) দুপুরে ইউএনও রাসেল ইকবাল নিজ কার্যালয়ে শিশু লাবীব ও তার পরিবারকে ডেকে এনে চিকিৎসার জন্য মানবিক সহায়তার অর্থ তুলে দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow