সদরপুরে যৌথবাহিনীর অভিযানে ১৫ জন গ্রেপ্তার

ফরিদপুরের সদরপুর উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি ও ঠেঙ্গামারী গ্রামে এই অভিযান পরিচালনা করে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল।
সদরপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে থানায় হামলা ও সরকারি অস্ত্র লুট মামলার ১১ জন, ডাকাতি মামলার ২ জন এবং একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি রয়েছেন।
রোববার (১৮ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, “গত ৫ আগস্ট সদরপুর থানায় হামলা ও সরকারি অস্ত্র লুট, ডাকাতি এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজনদের বাড়ি ঘিরে ফেলে অভিযান পরিচালনা করা হয়। কোনো সংঘর্ষ ছাড়াই সফলভাবে অভিযান শেষ হয়।”
What's Your Reaction?






